কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ ইং সালে এলাকার স্থানীয় শিক্ষানুরাগী সমাজ সেবক ও সর্বস্তরের ব্যক্তির সহযোগীতায় স্থাপিত হয় । এখানকার গ্রামের নাম অনুসারে নাম করন করা হয় । অতপর ১৯৯৫ ইং সালে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিস হতে একাডেমিক স্বীকৃতি লাভ করে । ০১-০১-১৯৯৬ ইং সাল হতে রাজশাহী শিক্ষা বোর্ড হতে নবম শ্রেণী এবং০১-০১-১৯৯৭ ইং সাল হতে দমম শ্রেণী মুহুরী লাভ করে সুন্দও মনোরম পরিবেশে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । অতপর বৃত্তি মূলক শিক্ষায় গুরুত্ত আরোপ হওয়ায় ২০১১ ইং সালে অত্র বিদ্যালয়ের সঙ্গে এইচ, এস, সি (বি.এম) শাখা সংযুক্ত হয়, এবং ২০১৮ ইং সালে এস.এস.সি ভোকেশনাল শাখা সংযুক্তি করা হয় । বিদ্যালয়টিতে ফ্যাসালিটিজ হতে তিন তলা ভিতের একতলা ভবন বহিয়াছে । এছাড়াও টিন সেডের ১৮ টি শ্রেণী কক্ষ বহিয়াছে ।